Hanuman Chalisa Bengali Lyrics | শ্রী শ্রী হনুমান চালিশা | Hanuman Song

Hanuman Chalisa  With Bengali Lyrics | শ্রী শ্রী হনুমান চালিশা |Hanuman Song |  bhakti geeti  রোজ হনূমান চালিসা পাঠ করুন অনেক উপকার পাবেন   Sri Sri Hanuman Chalisa ( শ্রী শ্রী হনুমান চালিশা) by Tulshi Das (তুলসী দাস) is Sri Hanuman prayer. By this prayer anyone can relief from any kinds of difficulties. Sri Hanuman saves us all from every evil things. we collect those snaps from different sources.  Sri Hanuman will bless us all. i hope we will pray and listen Sri Hanuman Chalisa at once in a day Enjoy & stay connected with us!! Hanuman Chalisa    শ্রী শ্রী হনুমান চালিশা কি   Jai Hanuman  Hanuman Chalisa In Bengali श्री हनुमान चालीसा  Hanuman Chalisa Hanuman Chalisa  With Bengali Lyrics   শ্রী শ্রী হনুমান চালিশা bhakti geeti  hanuman chalisa hanuman chalisa fast hanuman chalisa telugu hanuman chalisa new version shri hanuman chalisa hanuman chalisa full hanuman chalisa lyrics hanuman chalisa dj fast hanuman chalisa hanuman chalisa song

Hanuman Chalisa Bengali Lyrics

দোহা

শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন

মুকুর সুধারি ।

বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি ।।

বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার ।

বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার ।।


চৌপাঈ

জয হনুমান জ্ঞান গুণ সাগর ।

জয কপীশ তিহু লোক উজাগর ।। ১ ।।


রামদুত অতুলিত বলধামা ।

অংজনি পুত্র পবনসুত নামা ।। ২ ।।


মহাবীর বিক্রম বজরংগী ।

কুমতি নিবার সুমতি কে সংগী ।। ৩ ।।


কংচন বরণ বিরাজ সুবেশা । 

কানন কুংডল কুংচিত কেশা ।। ৪ ।।


হাথবজ্র ঔ ধ্বা‌জা বিরাজৈ ।

কাংথে মুংজ জনেবু সাজৈ ।। ৫ ।।


শংকর সুবন কেসরী নংদন ।

তেজ প্রতাপ মহাজপ বংদন ।। ৬ ।।


বিদ্যাবান শুণী অতি চাতুর ।

রাম কাজ করিবে কো আতুর ।। ৭ ।।


প্রভু চরিত্র সুনিবে কো রসিযা ।

রামলক্ষণ সীতা মন বসিযা ।। ৮ ।।


সুক্ষ্ম রূপধরি সিযহি দিখাবা ।

বিকট রূপধরি লংক জলাবা ।। ৯ ।।


ভীম রূপধরি অসুর সংহারে ।

রামচংদ্র কে কাজ সংবারে ।। ১০ ।।


লায সংজীবন লখন জিযাযে ।

শ্রী রঘুবীর হরষি উরলাযে ।। ১১ ।।


রঘুপতি কীহী বহুত বডাযী ।

তুম মম প্রিয ভরত সম ভাযী ।। ১২ ।।


সহস্র বদন তুমহরো যশগাবৈ ।

অস কহি শ্রীপতি কংঠ লগাবৈ ।। ১৩ ।।


সনকাদিক ব্রহ্মাদি মুনীশা ।

নারদ শারদ সহিত অহীশা ।। ১৪ ।।


যম কুবের দিগপাল জহাং তে ।

কবি কোবিদ কহি সকে কহাং তে ।। ১৫ ।।


তুম উপকার সুগ্রীবহি কীহ্লা ।

রাম মিলায রাজপদ দীহ্লা ।। ১৬ ।।


তুমহরো মংত্র বিভীষণ মানা । 

লংকেশ্ব‌র ভযে সব জগ জানা ।। ১৭ ।।


যুগ সহস্র যোজন পর ভানু ।

লীল্যো তাহি মধুর ফল জানু ।। ১৮ ।।


প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী ।

জলধি লাংঘি গযে অচরজ নাহী ।। ১৯ ।।


দুর্গম কাজ জগত কে জেতে ।

সুগম অনুগ্রহ তুমহরে তেতে ।। ২০ ।।


রাম দুআরে তুম রখবারে ।

হোত ন আজ্ঞা বিনু পৈসারে ।। ২১ ।।


সব সুখ লহৈ তুমহারী শরণা ।

তুম রক্ষক কাহু কো ডর না ।। ২২ ।।


আপন তেজ সহারো আপৈ ।

তীনোং লোক হাংক তে কাংপৈ ।। ২৩ ।।


ভূত পিশাচ নিকট নহি আবৈ ।

মহবীর জব নাম সুনাবৈ ।। ২৪ ।।


নাসৈ রোগ হরৈ সব পীরা ।

জপ্ত নিরংতর হনুমত বীরা ।। ২৫ ।। 


সংকট সে হনুমান ছুডাবৈ ।

মন ক্রম বচন ধ্যান জো লাবৈ ।। ২৬ ।।


সব পর রাম তপস্বী রাজা ।

তিনকে কাজ সকল তুম সাজা ।। ২৭ ।।


ঔর মনোরধ জো কোযি লাবৈ ।

তাসু অমিত জীবন ফল পাবৈ ।। ২৮ ।।


চারো যুগ প্রতাপ তুমহারা ।

হৈ প্রসিদ্ধ জগত উজিযারা ।। ২৯ ।।


সাধু সংত কে তুম রখবারে ।

অসুর নিকংদন রাম দুলারে ।। ৩০ ।।


অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা ।

অস বর দীহ্ল জানকী মাতা ।। ৩১ ।।


রাম রসাযন তুমহারে পাসা ।

সদা রহো রঘুপতি কে দাসা ।। ৩২ ।।


তুমহরে ভজন রামকো পাবৈ ।

জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ ।। ৩৩ ।।


অংত কাল রঘুপতি পুরজাযী ।

জহাং জন্ম হরিভক্ত কাহাযী ।। ৩৪ ।।


ঔর দেবতা চিত্ত ন ধরযী ।

হনুমত সেযি সর্ব সুখ করযী ।। ৩৫ ।।


সংকট কহটৈ মিটে সব পীরা ।

জো সুমিরৈ হনুমত বল বীরা ।। ৩৬ ।।


জৈ জৈ জৈ হনুমান গোসাযী ।

কৃপা করহু গুরুদেব কী নাযী ।। ৩৭ ।।


জো শত বার পাঠ কর কোযী ।

ছুটহি বংদি মহা সুখ হোযী ।। ৩৮ ।।


জো যহ পডৈ হনুমান চালীসা ।

হোয সিদ্ধি সাখী গৌরীশা ।। ৩৯ ।।


তুলসীদাস সদা হরি চেরা ।

কীজৈ নাথ হৃদয মহ ডেরা ।। ৪০ ।।


দোহা

পবন তনয সংকট হরণ

মংগল মুরতি রূপ ।


রাম লক্ষণ সীতা সহিত

হৃদয বসছ সুরভূপ ।।


সিযাবর রামচংদ্রকী জয ।

পবনসুত হনুমানকী জয ।

বোলো ভাষী সব সংতনকী জয ।

একটি মন্তব্য পোস্ট করুন